সংবাদ শিরোনাম :
তামাকের ব্যবহার কমাতে শক্তিশালী কর পদক্ষেপ ও আইনের বিকল্প নেই জামালপুর রেলওয়ে ওভারপাস প্রকল্প ভূমি অধিগ্রহণের টাকা নিয়ে ভাসুরের সাথে ছোট ভাইয়ের স্ত্রীর বিরোধ  মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বিরেন্দ্র খাল পরিস্কারে ব্যাপক সাড়া জামালপুরকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিলেন নবাগত জেলা প্রশাসক হাছিনা বেগম  রাজশাহীর বাঘমারায় হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত রাসুলের (স.)আদর্শের বিকল্প নেই-ধর্ম উপদেষ্টা লংগদুতে ২য় শ্রেণির মাদ্রাসার ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ  পটুয়াখালীতে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ ধাপের নির্বাচন,কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোট গ্রহনের সরঞ্জাম প্রিয়জনের খবর নিতে পারেনি অনেকে রিমালে অচল ফোন-ইন্টারনেট ব্যাকআপ না থাকায় বিপর্যয়
নোটিশ :
দৈনিক সত্যকন্ঠ অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। আপনার যেকোন বিজ্ঞাপন প্রচারের জন্য এখনই যোগাযোগ করুন (বিজ্ঞাপন ডেস্ক) : মোবাইল- ০১৬০০৩১০২৯১, ০১৫৬৮-৬৮৬৫৫৩।

এই প্রথম বেনাপোলে আধুনিক মানের “জেরিন’স মেকআপ ভ্যানিটি”(বিউটি পার্লার) উদ্বোধন

তামিম হোসেন সবুজ, বেনাপোল; যশোর: / ৯৬ Time View
Update : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

এই প্রথম বেনাপোলে আধুনিক মানের “জেরিন’স মেকআপ ভ্যানিটি”(বিউটি পার্লার) উদ্বোধন
তামিম হোসেন সবুজ” বেনাপোল(যশোর):-যশোর জেলার বেনাপোলে এই প্রথমবারের মতো উদ্বোধন হলো সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক বিউটি পার্লার “জেরিন’স মেকআপ ভ্যানিটি”।
বেনাপোল রেলওয়ে স্টেশন রোডে অবস্থিত পোষ্ট অফিস সম্মুখে এই পার্লার প্রতিষ্ঠানটি সোমবার(১১ মার্চ) সন্ধ্যায় উদ্বোধণ করা হয়। ফিতা ও কেক কেটে বর্ণিল আয়োজন এর মধ্য দিয়ে এটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপণা পরিচালক দোলন আক্তার জেরিন।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথিগণের মধ্যে উপস্থিত ছিলেন সীমান্ত প্রেস ক্লাব বেনাপোলের সভাপতি ও শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যকরী সদস্য মোঃ সাহিদুল ইসলাম শাহীন,
সীমান্ত প্রেসক্লাব বেনাপোল ও শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী ৷ যুবলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস রোজি, মডেল উম্মে কুলসুম, মডেল সাদিয়া,ক্ষুদে মডেল ওয়াফা,রামিশা,ওয়াফি সহ আরও অনেকে।
উল্লেখ্য, সম্পুর্ন শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানটিতে ফেসিয়াল, হায়ড্রা ফেসিয়াল, ফেয়ার পলিশ, মেনিকিউর, পেডিকিউর, হেয়ার কাট, কালার, রিবন্ডিং, হেয়ার বান, হেয়ার ট্রিটমেন্ট, পার্টি, গায়ে হলুদ, বিবাহ, বৌভাত সহ সকল ধরনের মেকআপ করা হয়। শাড়ি, বিয়ের কাপড় ও হিজাব বিভিন্ন স্টাইলে পরানো হয়। থ্রেডিং, ওয়াক্সি ও নাক-কান ফোড়ানো হয়।
সেই সাথে থাকছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য বিভিন্ন মিনি রাইডার। যাতে বাচ্চার মা এখানে সৌন্দর্য চর্চা করার সময় বাচ্চারা যেন বিরক্তি বোধ না করে সে সকল ব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠানটিতে
সাংবাদিক সাহিদুল ইসলাম শাহীন বলেন- “নারীরা যেভাবে নিজেদের স্বাবলম্বী করে তুলছে তাতে শুধু শহরে নয়, প্রত্যন্ত অঞ্চলেও এখন নারীরা পিছিয়ে নেই। এখন তারা কেউ আর ঝরে পড়ে না বরং নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে বিভিন্ন ভাবে এগিয়ে যাচ্ছে।
এ দেশের প্রধানমন্ত্রী একজন নারী, নারী হয়ে যেভাবে দেশকে উন্নয়নের শীর্ষে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই ধারাবাহিকতায় দেশের সীমান্তবর্তী বেনাপোল অঞ্চলের নারীরাও উদ্যোক্তা হয়ে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলছেন, পাশাপাশি তাদের পরিবারকে আর্থিক ভাবে সহযোগিতা করছেন”।
“জেরিন’স মেকআপ ভ্যানিটি”(বিউটি পার্লার)’র ব্যাবস্থাপনা পরিচালক- দোলন আক্তার জেরিন বলেন, “নারী কর্মসংস্থান সৃষ্টি’র লক্ষ্যে মূলত আমার এই সামান্যতম উদ্যোগ গ্রহণ। মেকআপ কাজে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা এবং অত্যান্ত দক্ষতা সম্পন্ন বিউটিশিয়ান দ্বারা আমার এই প্রতিষ্ঠানটি শুরু করতে যাচ্ছি,ভাল ফলাফল পেলে এর চেয়েও বড় পরিসরে করার উদ্যোগ গ্রহণ করবো।
সেই সাথে আমি ঘোষণা দিচ্ছি- “গরীব অসহায় যাদের কেউ নেই, সে সব মেয়েদের বিয়ের ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রীতে বউ সাজিয়ে দিবো। তিনি আরও বলেন, আমাদের এই প্রতিষ্ঠানে যারাই সেবা নিতে আসবে তারাই বুঝবে আমাদের সেবার মান কেমন?
মেকআপে ব্যবহৃত সকল পণ্যই অথেনটিক, কাস্টমার এর চাহিদা এবং সন্তুুষ্টির কথা চিন্তা করেই নিয়ে এসেছি উন্নত প্রযুক্তির সকল মেশিন। সেই জন্য কাজের মানের ক্ষেত্রে ১০০% নিশ্চয়তা দিচ্ছি। নারী সাজের নতুন কিছু উপহার দিতেই আমাদের এ অগ্রযাত্রা”।
প্রতিষ্ঠানটি উদ্বোধন উপলক্ষে থাকছে শর্ত প্রযোজ্যে সব সেবায় ২০ শতাংশ ছাড়ের অফার(সিমিত সময়ের জন্য) যোগাযোগ :- ০১৯৩৭-৮৪৬০৬৩ ৷
সেই সাথে প্রতিটি কাজের সাথে আছে উদ্বোধণ উপলক্ষে গিফট বক্স প্রদান ও মিস্টান্ন বিতরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category