সংবাদ শিরোনাম :
তামাকের ব্যবহার কমাতে শক্তিশালী কর পদক্ষেপ ও আইনের বিকল্প নেই জামালপুর রেলওয়ে ওভারপাস প্রকল্প ভূমি অধিগ্রহণের টাকা নিয়ে ভাসুরের সাথে ছোট ভাইয়ের স্ত্রীর বিরোধ  মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বিরেন্দ্র খাল পরিস্কারে ব্যাপক সাড়া জামালপুরকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিলেন নবাগত জেলা প্রশাসক হাছিনা বেগম  রাজশাহীর বাঘমারায় হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত রাসুলের (স.)আদর্শের বিকল্প নেই-ধর্ম উপদেষ্টা লংগদুতে ২য় শ্রেণির মাদ্রাসার ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ  পটুয়াখালীতে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ ধাপের নির্বাচন,কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোট গ্রহনের সরঞ্জাম প্রিয়জনের খবর নিতে পারেনি অনেকে রিমালে অচল ফোন-ইন্টারনেট ব্যাকআপ না থাকায় বিপর্যয়
নোটিশ :
দৈনিক সত্যকন্ঠ অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। আপনার যেকোন বিজ্ঞাপন প্রচারের জন্য এখনই যোগাযোগ করুন (বিজ্ঞাপন ডেস্ক) : মোবাইল- ০১৬০০৩১০২৯১, ০১৫৬৮-৬৮৬৫৫৩।

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র নির্বাচনে এবারও সভাপতি-সনি,সম্পাদক-আজিম

তামিম হোসেন সবুজ, বেনাপোল; যশোর: / ৮০ Time View
Update : শনিবার, ৪ মে, ২০২৪

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র নির্বাচনে এবারও সভাপতি-সনি,সম্পাদক-আজিম
তামিম হোসেন সবুজ” বেনাপোল (যশোর):বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি’র ২০২৪ নির্বাচনে পুণরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এ কে এম আতিকুজ্জামান সনি এবং সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় জয়লাভ করেছেন আজিম উদ্দিন গাজী। উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত ভোট গ্রহণে এ নিয়ে পর পর দ্বিতীয়বারের মত সভাপতি হলেন আতিকুজ্জামান সনি এবং তৃতীয়বারের মত সাধারণ সম্পাদক হলেন আজিম উদ্দিন গাজী।
শনিবার(৪ মে) বন্দর সংলগ্নে অবস্থিত বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ভবনে এ ভোট অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় বিকাল ৪টায়। সমিতি’র মোট নারী-পুরুষ ভোটারের সংখ্যা ৬২০ জন,এর মধ্যে ভোট প্রদান করেছেন ৪৭৬ জন। ৭৬.৭৭% ভোট  ভোট গ্রহণে নিরবিচ্ছিন্ন আনতে ভোট কেন্দ্রে মোট ৬টি বুথ স্থাপণ করা হয়। ভোট গ্রহণ সুষ্ঠ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচন পর্যবেক্ষণে প্রায় ৫০-৬০ জন সাংবাদিক,গণমাধ্যমকর্মী এবং মানবাধিকার কর্মকর্তাগণকে অংশ নিতে দেখা যায়।
নির্বাচন সুষ্ঠ এবং শান্তিপূর্ণ ভাবে পরিচালনার জন্য সংগঠনের পক্ষ থেকে গঠিত নির্বাচন কমিশনে প্রধান নির্বাচনের দায়িত্ব পালণ করেন-কাজী শাহজাহান সবুজ এবং নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালণ করেন-মোহাম্মাদ শাহাদৎ হোসেন এবং মোহাম্মাদ আলী। নির্বাচন পর্যবেক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গণেশ চন্দ্র বসু(শ্রমকর্তা,বিভাগীয় শ্রমদপ্তর,খুলনা)।
বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়। ভোট গণনা শেষে জানা যায়-
সংগঠনের কার্যনির্বাহী কমিটি’র মোট সংখ্যা-সভাপতি,সাধারণ সম্পাদক সহ ১৩ জন।
নির্বাচনে প্রতিদ্বন্ধিতায় জয়ী সনি-আজিম প্যানেলের “সমমনা ঐক্য পরিষদ” এর সাধারণ সম্পাদক-আজিম উদ্দিন গাজী সহ মোট ১০ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্ধিতায় জয়লাভ করেন। বাকী সভাপতি পদে-এ কে এম আতিকুজ্জামান সনি(চেয়ারমার্কা) এবং প্রার্থী জয়নাল আবেদীন(মোমবাতি মার্কা) এর মধ্যে প্রতিদ্বন্ধিতায় জয়লাভ করেন-এ কে এম আতিকুজ্জামান সনি(চেয়ারমার্কা)। মোট ভোট পেয়েছেন-৪৪৩ ভোট। জয়নাল আবেদিন(মোমবাতি মার্কা) পেয়েছেন-২৮ ভোট।
বাকী ০২(দুই) জন কার্যকরী সদস্য নির্বাচনে ০৩(তিন) জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এরা হলেন-
মোঃ মোস্তাক আহম্মেদ মাখন(গরুরগাড়ী মার্কা),মোঃ কুতুব উদ্দিন গাজী(উড়োজাহাজ মার্কা) এবং শেখ তৌহিদ(বটগাছ মার্কা)। এদের মধ্যে যে দুইজন কার্যকরী সদস্য পদে জয়লাভ করেন তারা হলেন-মোঃ মোস্তাক আহম্মেদ মাখন এবং কুতুব উদ্দিন গাজী।
নির্বাচিত কমিটি’র নামের তালিকা নিচে দেওয়া হলো-
১। সভাপতি-এ কে এম আতিকুজ্জামান সনি
২। সহঃ সভাপতি(১)-ইদ্রিস আলী
৩। সহঃ সভাপতি(২)-মশিয়ার রহমান
৪। সাধারণ সম্পাদক-আজিম উদ্দিন গাজী
৫। যুগ্ম-সাধারণ সম্পাদ-মোঃ খায়রুল ইসলাম
৬। সাংগঠনিক সম্পাদক-মোঃ সাজেদুর রহমান সুমন
৭। অর্থ সম্পাদক-মোঃ মুছা করিম(মুছা)
৮। পরিবহণ ও বন্দর বিষয়ক সম্পাদক-মোঃ আসাদুজ্জামান আসাদ
৯। দপ্তর সম্পাদক-জহুরুল ইসলাম রিপণ
১০। ক্রিড়া ও সংস্কৃতি সম্পাদক-রাজু আহম্মেদ
১১। প্রচার সম্পাদক-আহসান হাবিব
১২। কার্যকরী সদস্য(১)-মোঃ মোস্তাক আহম্মেদ মাখন
১৩। কার্যকরী সদস্য(২)-মোঃ কুতুব উদ্দিন গাজী।
ভোট গণনায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন-মোঃ আজিজুল হক(সভাপতি,সাংবাদিক ঐক্য পরিষদ,শার্শা উপজেলা ও সাধারণ সম্পাদক,বন্দর প্রেসক্লাব বেনাপোল),মোঃ আইয়ুব হোসেন পক্ষী(সাধারণ সম্পাদক,সাংবাদিক ঐক্য পরিষদ,শার্শা উপজেলা ও সীমান্ত প্রেসক্লাব বেনাপোল)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category